ব্যবসায়ীদের প্রস্তাবের পর সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে কত টাকা বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন, তা আন্তর্জাতিক বাজারের তুলনায় কিছুটা বেশি। বিষয়টি আমরা পর্যালোচনা করছি। পরে তাদের সঙ্গে আবার বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন লিটারপ্রতি সয়াবিন ও পাম তেলের দাম ১০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেয়। তারা দাবি করে, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম প্রতি টন ১,২০০ ডলার পর্যন্ত উঠে গেছে, যার প্রভাব দেশের বাজারেও পড়ছে।
বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা এবং পাম তেলের দাম ১৬৯ টাকা, যা সর্বশেষ নির্ধারণ করা হয় ১৩ এপ্রিল।
এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি যৌক্তিক কি না, তা পর্যালোচনা করে সুপারিশ দিতে কাজ করছে।
চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভোক্তাদের জন্য ভোজ্যতেলের বর্তমান মূল্যই বহাল থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশে জনগণ ট্যাক্স দেয়, কিন্তু সেবা পায় না : অর্থ উপদেষ্টা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার