ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টানা বৃষ্টিতে অস্থির সবজির বাজার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম

রাজধানীতে কয়েক দিনের টানা বৃষ্টিতে চরম অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। সরবরাহে ঘাটতি ও ভারত থেকে আমদানি বন্ধ থাকায় সব ধরনের সবজির দাম বেড়েছে হঠাৎ করেই। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। বর্তমানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজিতে।

শান্তিনগর, নিউ মার্কেট ও কাওরান বাজার ঘুরে দেখা গেছে, করলার কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, বেগুন ১২০ থেকে ১৬০ টাকা, পটোল ৭০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৮০ থেকে ৯০ টাকা, কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং টম্যাটো ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শীতকালীন সবজি বাজারে উঠলেও দাম বেশ চড়া। প্রতি কেজি শিম ১৮০ থেকে ২০০ টাকা, ছোট একটি ফুলকপি ৭০ টাকা এবং বাঁধাকপি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে গেছে। এতে সবজির দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। কাওরান বাজারে বাজার করতে আসা মাহমুদা হাসান নাদিয়া  বলেন, ‘করলার কেজি ১৬০ টাকা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এমন দাম আগে কখনো দেখিনি।’

সবজি বিক্রেতা মুকিতুর রহমান বলেন, বৃষ্টির কারণে সরবরাহ কমে গেছে। আগে দোকানে যত রকম সবজি থাকত, এখন তা নেই। আর দুর্গাপূজার ছুটির কারণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ রয়েছে। এ কারণে মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে পূজার ছুটি শেষ হলে দাম কিছুটা কমবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে, ভোজ্য তেলের দামেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৭২ থেকে ১৭৮ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৭০ থেকে ১৭৬ টাকা। টিসিবির সর্বশেষ বাজারদরের প্রতিবেদনে সয়াবিন তেলের দামের এই বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, ভোজ্য তেল কোম্পানিগুলো সরবরাহ সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে, যা বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

মাছ-মাংসের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ইলিশের দাম এখনো চড়া। এক কেজি ওজনের ইলিশ ২,১০০ থেকে ২,৩০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের রুই, কাতল বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৪৫০ টাকা, পাবদা ৩২০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৯৫০ টাকা এবং কোরাল ৫৫০ থেকে ৭৫০ টাকা দরে। গরুর মাংসের কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকা এবং খাসির মাংস ১,০০০ থেকে ১,২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা ও সোনালি মুরগি ২৯০ থেকে ৩১০ টাকা কেজিতে।

সব মিলিয়ে টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়কে বাড়িয়ে তুলেছে বহুগুণে।

DR
আরও পড়ুন