ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অর্থবছরের প্রথম ৪ মাসে রপ্তানি আয় বেড়েছে

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৭ এএম

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রপ্তানি আয় এসেছে ১ হাজার ৬১৩ কোটি ৭০ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.২২ শতাংশ বেশি।

সোমবার (৩ নভেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ২.২২ শতাংশ। আর বিগত ২০২৪-২৪ অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৫৭৮ কোটি ৬৩ লাখ ডলার।
 
তৈরি পোশাক খাত
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি আয় ১.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে আয় হয়েছিল ১ হাজার ২৮১ কোটি ১০ লাখ ডলার।
 
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে ৭২৩ কোটি ৭৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছর ব্যবধানে শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে এ আয় ছিল ৭২০ কোটি ৭২ লাখ ডলার।
 
এছাড়া ৫৭৫ কোটি ২৫ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রপ্তানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে এ আয় ছিল ৫৬০ কোটি ৩৭ লাখ ডলার।
 
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। হোম টেক্সটাইলের রপ্তানি আয় ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯০ লাখ ডলারে।
 
আর চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বেড়েছে ১১ দশমিক ০৮ শতাংশ। জুলাই-অক্টোবর মাসে রপ্তানি হয়েছে ৪১ কোটি ৩৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রপ্তানি আয় ১ দশমিক ৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৮৮ লাখ ডলারে।
 
এদিকে সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৮২ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ।

AHA
আরও পড়ুন