ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সেন্টমার্টিন ভ্রমণে চালু হচ্ছে সি প্লেন

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০২:০৭ পিএম

পর্যটকরা যাতে সারা বছর সেন্টমার্টিন যেতে পারেন, সেজন্য সি প্লেনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার।

তবে পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সীমিত পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবে। এজন্য সব পর্যটকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হচ্ছে।

নুরুল আবছার বলেন, প্রতিবছর সেন্টমার্টিন ভ্রমণে যেতে হুমড়ি খেয়ে পড়েন পর্যটকরা। একসঙ্গে বিপুল দর্শনার্থী যাওয়ায় দ্বীপটির পরিবেশ ও প্রতিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এটি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজার শহর থেকে সি প্লেনের মাধ্যমে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক পর্যটক প্রবাল দ্বীপে নেওয়া হবে। এজন্য অন্যান্য জাহাজ চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। সেখানে যাওয়ার জন্য আগে নিবন্ধন করতে হবে পর্যটকদের। 

তিনি আরও বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ দেশের সবচেয়ে বড় মহাপরিকল্পনা প্রকল্প গ্রহণ করেছে। কউক কর্তৃক যে মাস্টারপ্ল্যান নিয়েছে তা একে একে বাস্তবায়ন হচ্ছে।

AS
আরও পড়ুন