মালয়েশিয়ায় বাংলাদেশি ৪৭ অভিবাসী আটক

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ এএম

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ ৫৬ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (১০ ডিসেম্বর) রাজ্যের পাঁচটি জেলার বিভিন্ন নির্মাণাধীন ভবনে এ অভিযান চালানো হয়। আটককৃতদের বড় অংশই বাংলাদেশি নির্মাণ শ্রমিক।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান, প্রথম অভিযানে কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু ও সেতিউ জেলার সাতটি নির্মাণ সাইটে তল্লাশি চালানো হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ অভিযানে ৯২ জনের নথিপত্র যাচাই করে ৪২ জন বাংলাদেশিকে আটক করা হয়।

পরবর্তীতে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার আরও ১০টি স্থানে দ্বিতীয় দফায় সাঁড়াশি অভিযান চলে। এতে আটক হন আরও ১৪ জন। সব মিলিয়ে দুই অভিযানে আটক ৫৬ জনের মধ্যে ৪৭ জনই বাংলাদেশি। বাকিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৫ জন, থাইল্যান্ডের ৩ জন ও মিয়ানমারের ১ জন রয়েছেন।

ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ এবং পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকদের আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এ ধররনের অভিযান অব্যাহত থাকবে।

DR/SN