সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ-২৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২ ডিসেম্বর) সাক্ষাৎকালে সেলফির ফ্রেম বন্দি হয়েছেন দুই সরকার প্রধান।
সেলফিটি এক্সে শেয়ার করে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘বন্ধুদের সঙ্গে দেখা হওয়া সবসময়ই আনন্দের।’
এর আগে সেলফিটি এক্সে পোস্ট করেন মেলোনি ক্যাপশনে লিখেছেন, ‘কপ-২৮ এ ভালো বন্ধু।’ এ সময় নিজেদের বন্ধুত্বের গভীরতা বুঝাতে মোদির ‘ডি’ আর মেলোনির ‘মেলো’ নিয়ে তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ‘মেলোডি’।
শুক্রবার ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তুরস্কের রাষ্ট্রপতি এরদোয়ান, সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে দেখা করেন মোদি।
কপ-২৮ সম্মেলনে দিনব্যাপী চারটি অধিবেশনে বক্তৃতা পর্ব ছিল মোদির।
আমিরাতে সফর শেষে মোদি লিখেছেন, ‘ধন্যবাদ, দুবাই! কপ-২৮ শীর্ষ সম্মেলনটি ফলপ্রসূ হয়েছে। আসুন আমরা সবাই মিলে একটি ভালো পৃথিবীর জন্য কাজ করা চালিয়ে যাই।’ সফরের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।
