ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ফের বিপাকে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানের পর মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন শরণার্থী বিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক। এর জেরে আবারও বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ব্রিটেনের পার্লামেন্টে রোয়ান্ডা বিল পেশ করার কিছু সময় আগে সকলকে চমকে দিয়ে পদত্যাগ শরণার্থী বিষয়ক মন্ত্রী রবার্ট জেনরিক। বাধ্য হয়ে তার বদলে বিলটি পেশ করেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। রবার্ট জানিয়েছেন, রোয়ান্ডা বিল সংক্রান্ত মতবিরোধের জেরেই তিনি পদত্যাগ করছেন।

গত কয়েক বছর ধরে শরণার্থী সমস্যায় রয়েছে ব্রিটেন। আফ্রিকা এবং মধ্য এশিয়া থেকে ফ্রান্স ঘুরে ছোট ছোট নৌকায় শরণার্থীরা এসে হাজির হচ্ছেন ব্রিটেনে। সঙ্কট মেটাতে রোয়ান্ডার সঙ্গে একটি চুক্তি করেছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। চুক্তি অনুযায়ী রোয়ান্ডাকে দফায় দফায় মোট ১৫ কোটি পাউন্ড দেবে ব্রিটেন। এর পরিবর্তে সেখানে শরণার্থী পাঠানো হবে। ১৪ কোটি পাউন্ড রোয়ান্ডাকে দেওয়া শর্তে একজন শরণার্থীকে পাঠানো হয়নি ব্রিটেনে। এ প্রসঙ্গে দেশটির শীর্ষ আদালতও জানিয়েছেন, এই আইন কার্যকর হলে রোয়ান্ডা থেকে শরণার্থীদের জোর করে নিজ দেশে পাঠানো হতে পারে। যা কাম্য নয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) জরুরি বৈঠক ডেকে সুনাক বলেন, রোয়ান্ডা নীতি কাজ দিচ্ছে না এমনটা নয়। তবে গত কয়েক বছরের তুলনায় এ বছর ব্রিটেনে শরণার্থীদের প্রবেশ কমেছে। সুনাকের দাবি, সেটা রোয়ান্ডা নীতির কারণেই। সূত্র : বিবিসি নিউজ, আল জাজিরা।

IL
আরও পড়ুন