ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১১:৫১ এএম

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে নিহতের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে। এতে আরও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মেডেলিন এবং কুইবডো শহরে একাধিক ভূমিধস হয়েছে। শহর দুটির মাঝে সংযোগকারী সড়ক বন্ধ হয়ে গেছে। সড়কে যানবাহন থামিয়ে একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে।

ভূমিধসের কারণে ওই সড়কে চাপা পড়েছে কিছু যানবাহন। স্থানীয় মেয়র বলেছেন, ধ্বংসস্তূপে এখনও কিছু মানুষ আটকা আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভূমিধসে চাপা পড়া অনেক গাড়ি ধ্বংস হয়ে গেছে। কিছু গাড়ি কাদা ও পাথরে চাপা পড়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো প্রোতো চোকো অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিয়া মার্কেজ বলেছেন, ভূমিধসে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন