ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মঙ্গোলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:৫৮ পিএম

মঙ্গোলিয়ায় গ্যাসবাহী (এলএনজি) ট্রাকের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। এতে গ্যাসবাহী ট্রাক বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়ে মঙ্গোলিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (নেমা) তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ৬০ টন এলএনজি গ্যাসবাহী ট্রাকের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এ সময় ট্রাক বিস্ফোরণে আগুনে পুড়ে তিনজন মারা গেছেন। পরে উদ্ধারকাজ চালাতে গিয়ে আরও তিনজন অগ্নিনির্বাপন কর্মীও মারা যান। এ ছাড়া আরও ১৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জনের শরীর আগুনে পুড়ে গেছে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে চার শিশু।

মঙ্গোলিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড বাউগান এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া মঙ্গোলিয়ায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত এক্সেলে নিকাইসি জানান, তিনি এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। সূত্র : আল জাজিরা।

IL/SA
আরও পড়ুন