ভারতে মাছ বহনকারী দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় স্থানীয় কিছু মানুষ কিশোরের মরদেহ রেখে দুর্ঘটনা কবলিত পিকআপের মাছ লুট করেন। যা অন্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভারতের বিহার রাজ্যের সীতামাড়ি জেলার পুপরি থানাধীন ঝাঝিহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সপ্তম শ্রেণির ছাত্র রীতেশ কুমার দেশটির সীতামাড়ির ঝাঝিহাট গ্রামের সন্তোষ দাসের ছেলে। রিতেশের ডাক নাম গোলু।
জানা গেছে, সকালে কোচিংয়ে যাওয়ার পথে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে রিতেশ কুমার ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ সময় স্থানীদের হাকডাকে রিতেশের পরিবার খবর পায়।
সূত্রে আরও জানা গেছে, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স ডাকা বা পুলিশকে খবর দেওয়ার পরিবর্তে, দুর্ঘটনা কবলিত পিকআপ থেকে রাস্তার ওপরে ছড়িয়ে পড়া মাছ লুট করেন স্থানীয় কিছু সংখ্যক জনতা। তারা বস্তা ভর্তি করে মাছ নিয়ে পালিয়েও যায়। ছোট ছেলেটির মরদেহ তখনও কাছেই পড়ে ছিলো।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের ছত্রভঙ্গ করে। এরপর তারা রিতেশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সূত্র: এনডিটিভি

