মিয়ানমারের জান্তা সেনারা বিদ্রোহীদের কাছে নিজেদের ঘাঁটি হারিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ অব্যাহত রেখেছে তারা। এই অবস্থায় বাংলাদেশের পর এবার জান্তা বাহিনীর বোমা পড়লো চীনা সীমান্তে।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির এক প্রতিবেদন থেকে জানা গেছে, চীনের সীমান্তবর্তী মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। সামরিক জান্তার সেনারা বিদ্রোহীদের কাছে ১০টি ফাঁড়ি এবং দুটি ঘাঁটি হারিয়েছে। বিদ্রোহীদের কাছে এই হারের পর জান্তা বাহিনী রাজ্যের বিভিন্ন শহরে বিমান ও বোমা হামলা চালিয়ে যাচ্ছে। অন্তত তিনটি বোমা চীনা অঞ্চলে গিয়ে আঘাত করে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
কেআইএ’র সদর দপ্তর লাজিয়ার এক বাসিন্দ বলেন, বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল থেকে এই এলাকায় জান্তা সৈন্যদের সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। শুক্রবার (৮ মার্চ) সকাল থেকে জান্তা সেনারা শহরের আবাসিক এলাকায় গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। জান্তার সামরিক বাহিনী বেসামরিক লোকদের টার্গেট করছে, তাই বেশিরভাগ বাসিন্দা শহর ছেড়ে পালানোর জন্য প্রস্তুত হচ্ছে।
