ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রিয়াদে কোরআনের দুর্লভ কপি

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১১:০৩ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদে পবিত্র কুরআনের একটি প্রদর্শনী চলছে। যেখানে ইসলামিক ক্যালিগ্রাফি এবং অলঙ্করণের বৈচিত্র্য তুলে ধরে পবিত্র কুরআনের ৪২টি বিরল কপি প্রদর্শন করা হয়েছে।

বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি প্রদর্শনীটির আয়োজন করে । রিয়াদের আল মুরাবা কোয়ার্টারে কুরআনগুলো রাখা হয়েছে। রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

লাইব্রেরির সুপারভাইজার-জেনারেল ফয়সাল আব্দুল রহমান প্রদর্শনীর উদ্বোধনীতে বলেন, তাদের কাছে কুরআনের বিরল কপি রয়েছে। যেগুলোর মধ্যে সোনা দিয়ে লেখা অক্ষরের কুরআনও রয়েছে। 

কুরআন ছাড়াও এই প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ আরবি কবিতা এবং অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পারবেন। ২০০৭ সালে হজের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করেছিল লাইব্রেরিটি। যা সারা বিশ্বে দেখানো হয়েছিল।

গত ৪০ বছর ধরে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি দুর্লভ ছবি, পান্ডুলিপি ইসলামিক এবং আরব ঐতিহ্য প্রদর্শনে বিশেষ মনোযোগ দিয়েছে। তাদের সংস্কৃতি সাধারণ মানুষের সামনে তুলে আনছে। যার মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরোনো পাণ্ডুলিপি।

RY/AST
আরও পড়ুন