ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুইডেনে কোরআন পোড়ানো ব্যক্তি নরওয়েতে গ্রেপ্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১০:২২ এএম

বার বার কোরআনের অবমাননা করে আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ সৃষ্টিকারী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকা নরওয়েতে গ্রেপ্তার হয়েছেন। এখন তাকে নরওয়ে থেকে সুইডেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আদালতের নথি অনুযায়ী বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ তথ্য পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে। খবর আরব নিউজ।

সালওয়ান মৌমিকা এক খ্রিস্টান ইরাকি গত বছর গ্রীষ্মে সুইডেনে একাধিকবার কুরআন পোড়ান। গত সপ্তাহে সে এএফপিকে জানায়, নরওয়েতে আশ্রয় পাওয়ার জন্য সে সুইডেন ছেড়ে এসেছে।

ওসলো আদালতের নির্দেশনা অনুযায়ী, গত ২৮ মার্চ নরওয়েতে আসার একদিন পরেই মোমিকাকে গ্রেপ্তার করা হয়। ৩০ মার্চ শুনানি শেষে আদালত তাকে চার সপ্তাহের আটকাদেশ জারি করে। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী, নরওয়েজিয়ান ডিরেক্টরেট অফ ইমিগ্রেশন (ইউডিআই) থেকে তাকে সুইডেনে পাঠানোর জন্য আদেশ জারি করা হবে। এই আদেশ জারি হলে তাকে সুইডেনে পাঠানো হবে। 

মৌমিকা পবিত্র কোরআনে আগুন দেওয়ার পর বিভিন্ন দেশের মুসলিমরা এর প্রতিবাদ জানায়। ইরাকের বাগদাদে অবস্থিত সুইডিস দূতাবাস দুইবার ভাঙচুর করা হয়। আগুনও ধরিয়ে দেওয়া হয়। । 

মুক্তমত প্রকাশের স্বাধীনতায় জোর দিয়ে সুইডিশ সরকার তার এ কাজে নীবর থাকে। তবে বিশ্বের বিভিন্ন দেশ এর প্রতিবাদ করায় সুইডেনে সন্ত্রাসী হামলার ঝুঁকি তৈরি হয়। ভুয়া তথ্য সরবরাহ করায় সুইডেনের অভিবাসন সংস্থা গত বছরের অক্টোবরে মোমিকার বসবাসের অনুমতি প্রত্যাহার করে নেয়। তবে তাকে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়। 

এক মাস আগে কোরআন পোড়ানোর ঘটনায় ইরাক তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন জানায়।

সম্প্রতি সালওয়ান মোমিকার মৃতদেহ পাওয়ার খবর দু’একটি সংবাদমাধ্যম প্রকাশ করলেও নরওয়ে সরকার সরাসরি কিছু জানায়নি। বৃহস্পতিবার (৪ এপ্রিল) তার গ্রেপ্তারের খবর জানা গেল।

 

RY/FI
আরও পড়ুন