২০২৫ সালের নোবেল পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিক সূচনা হয়েছে আজ সোমবার (৬ অক্টোবর)। সুইডেনের রাজধানী স্টকহোমে চিকিৎসা বা শারীরবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো এবারের সম্মাননা যাত্রা।
এবার চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিসহ মোট ছয়টি বিভাগে দেওয়া হবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার। এর মধ্যে অর্থনীতিতে নোবেল ঘোষিত হবে ১৩ অক্টোবর।
নোবেল পুরস্কারের ইতিহাস
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ছিলেন সুইডিশ রসায়নবিদ ও উদ্ভাবক, যিনি মূলত ডিনামাইট আবিষ্কারের জন্য পরিচিত। তবে তার আগ্রহ ছিল সাহিত্য, শান্তি, বিজ্ঞান ও সমাজ উন্নয়নের নানা বিষয়ে।
১৮৯৬ সালে মৃত্যুর আগে উইলে তিনি লিখে যান, তার সম্পদের বড় একটি অংশ ব্যয় করা হবে এমন মানুষদের পুরস্কৃত করতে, যারা ‘মানবজাতির উপকারে এসেছে’। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ১৯০১ সালে প্রথমবার দেওয়া হয় নোবেল পুরস্কার।
কত টাকা পান নোবেলজয়ীরা
প্রত্যেক বিজয়ীকে দেওয়া হয় একটি সার্টিফিকেট, একটি সোনার পদক, এবং নগদ অর্থ। এবার যার পরিমাণ ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১৪২ কোটি ৪৫ লক্ষ ৩৬ হাজার ৬শত ১৫ টাকা)।
কে কোন পুরস্কার দেয়
আলফ্রেড নোবেলের নির্দেশনা অনুযায়ী, চিকিৎসা ও শারীরবিজ্ঞানে সুইডেনের কারোলিন্সকা ইনস্টিটিউট, পদার্থবিজ্ঞান ও রসায়নে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস, সাহিত্যে সুইডিশ একাডেমি, শান্তিতে নরওয়ের পার্লামেন্ট এবং অর্থনীতিতে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস নোবেল পুরস্কার দেয়।
নোবেল তার উইলে কেন শান্তি পুরস্কার নরওয়েকে দেওয়ার কথা বলেছিলেন, তার নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, তখন নরওয়ে ও সুইডেন একটি রাজনৈতিক ইউনিয়নে ছিল, এজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
নোবেলের পাঁচটি আগ্রহের প্রতিফলন
আলফ্রেড নোবেল শুধু বিজ্ঞানী ছিলেন না, তিনি কবিতা ও নাটকও লিখতেন। মাত্র ১৭ বছর বয়সেই রুশ, ফরাসি, ইংরেজি ও জার্মান ভাষায় সাবলীল ছিলেন। নোবেল পুরস্কারের মূল পাঁচটি বিভাগ চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তি মূলত তার ব্যক্তিগত আগ্রহকেই প্রতিফলিত করে।
শান্তি পুরস্কারের নেপথ্যে এক নারীর অবদান
নোবেলের শান্তি পুরস্কারের ভাবনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন অস্ট্রিয়ান শান্তিকর্মী বার্থা ফন সুটনার, যিনি ১৯০৫ সালে প্রথম নারী হিসেবে শান্তিতে নোবেল পান। অনেক ইতিহাসবিদ মনে করেন, তার প্রভাবেই নোবেল উইলে শান্তি পুরস্কারকে বিশেষ গুরুত্ব দেন।
অর্থনীতিতে পুরস্কার কিভাবে এলো
অর্থনীতিতে নোবেল ছিল না মূল উইলে। ১৯৬৮ সালে, সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০ বছর পূর্তি উপলক্ষে এই বিভাগ চালু করে। পুরস্কারের নাম দেয়া হয়, ‘আলফ্রেড নোবেলের স্মৃতিতে অর্থনীতিতে Sveriges Riksbank পুরস্কার’।
পুরস্কার কবে দেওয়া হয়
নোবেল পুরস্কার প্রতি বছর ১০ ডিসেম্বর দেওয়া হয়, এই দিনেই আলফ্রেড নোবেল মারা যান। সেদিন শান্তির নোবেল প্রদান করা হয় নরওয়ের অসলো সিটি হলে। আর বাকি পুরস্কারগুলো দেওয়া হয় সুইডেনের স্টকহোম কনসার্ট হলে। পুরস্কার তুলে দেন সুইডেনের রাজা। এরপর রাতে আয়োজন করা হয় নোবেল ডিনার স্টকহোম সিটি হলে আয়োজিত হয় এক জমকালো ভোজসভা, যেখানে অংশ নেন প্রায় ১,০০০ অতিথি।
চিকিৎসায় নোবেল পেলেন যে ৩ বিজ্ঞানী
আমি নোবেল না পেলে সেটা যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প
শান্তিতে নোবেল চেয়েছেন ট্রাম্প!