বিশ্বের প্রবীণতম ব্যক্তির খেতাব ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা থেকে এখন ব্রিটেনের। জুয়ান ভিসেনটে পেরেজ মোরা নামে ভেনিজুয়েলার নাগরিককে হটিয়ে প্রবীণের খেতাব ব্রিটেনের ব্রাইটন জন টিনিসউডের। ব্রাইটন হচ্ছেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ।
ব্রাইটনের বয়স ১১১ বছর। তিনি উত্তর ইংল্যান্ডের বাসিন্দা। ভেনিজুয়েলার জুয়ান ভিসেনটে পেরেজ মোরা কদিন আগে পর্যন্ত ছিলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি। মার্চের প্রথম সপ্তাহের শুরুতে ১১৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তার পর থেকে এই খেতাব জুটেছে ব্রাইটনের গলায়। প্রশ্ন হচ্ছে কীভাবে সম্ভব এমন দীর্ঘায়ু পাওয়া?
প্রশ্নের জবাব দিয়েছেন ব্রিটেনের ব্রাইটন। ভেনিজুয়েলার জুয়ানের মৃত্যুর দিন ব্রাইটনের বয়ষ ছিল ১১১ বছর ২২২ দিন। তার জন্ম ১৯১২ সালে মার্সিসাইডে। তিনি তার এই দীর্ঘায়ু জীবনের কথা সম্পর্কে বলেছেন, হয় আপনি বেশিদিন বাঁচবেন, অথবা বাঁচবেন না। এর বেশি কিছু আপনার হাতে নেই। কিন্তু দীর্ঘ জীবন পাওয়ার নেপথ্যে খাবারে কি কোনো বিশেষ পদ থাকে?
এই প্রশ্নের জবাবে তিনি বলছেন, প্রতি শুক্রবার তিনি মাছ ও চিপস খান। তবে আলাদা করে কোনো ‘অমৃতে’র সন্ধান তিনি পাননি। যেমন পান, তেমনই খান। চারপাশে বদলে যেতে থাকা পৃথিবীকে নিয়েও বক্তব্য রেখেছেন ব্রাইটন। তার কথায়, পৃথিবী চিরকালই বদলে চলেছে। এটা একটা ধারাবাহিক অভিজ্ঞতা। কিছুটা উন্নতি হয়েছে বটে। কিন্তু সব মিলিয়ে খুব বেশি নয়। একেবারে ঠিক পথেই চলেছে।
প্রসঙ্গত, বিশ্বের সর্বকালের সবচেয়ে বয়স্ক পুরুষ জাপানের জিরোমেন কিমুরা। তিনি ১১৬ বছর ৫৪ দিন বেঁচেছিলেন। মহিলাদের মধ্যে রেকর্ড স্পেনের মারিয়া মোরেরা। তার বয়স ছিল ১১৭ বছর। কিন্তু এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ব্রাইটন। সূত্র: ডেইলি স্টার ইউকে, এনডিটিভি।
