ভারতে লোকসভা ভোটের ঠিক একদিন আগে ভারতীয় জনতা পার্টির-বিজেপির এক নেতাকে অপহরণ করেছে বিচ্ছিন্নতাবাদীরা। বুধবার (১৭ এপ্রিল) ভোর রাত ১টার দিকে বিজেপি নেতার বাড়িতে ঢুকে মাথায় অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়। অপহৃত বিজেপি নেতা স্থানীয় একটি গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান বলে জানা গেছে ।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) পবন কুমার সাইন বলেছেন, চোরাগুপ্তা হামলার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা সহ্য করা হবে না এবং এ ধরণের কার্যক্রমের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৯ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ শুরু হবে। অরুণাচল প্রদেশে লোকসভার দুইটি আসন রয়েছে। ওই দুই আসনে ভোট গ্রহণের পাশাপাশি একই দিন রাজ্যে ৬০ সদস্যের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণও অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নিয়ম মেনে ভোটের প্রচার-প্রচারণা বন্ধ করা হয়েছে।
এনডিটিভি'র খবরে বলা হয়, অরুণাচল প্রদেশের পূর্বের তিন জেলা তিরাপ, চ্যাংল্যাং এবং লংডিং এ নাগা বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়। তারা অপহরণ, চাঁদাবাজিসহ অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে।
