ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যে দেশে একটাও মশা নেই!

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৮ এএম

বিশ্বজুড়ে মশার দাপটে অস্থির মানুষ। বাংলাদেশে মশার আতঙ্কে রীতিমতো জনজীবন দুর্বিষহ হয়ে পড়ে। কিন্তু বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে নেই একটিও মশা। শুধুমাত্র মশাই নয় এদেশে নেই কোনো পোকামাকড় বা সাপ। 

মশার দাপট থেকে বাঁচতে পারেনি সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড কিংবা আমেরিকার মতো দেশগুলো। সেই দেশ হলো আইসল্যান্ড। কিন্তু কী কারণে ওই দেশে মশা নেই তা জানেন না কেউ। দেশটি আন্টার্কটিকার মতো ঠাণ্ডা নয়। বা এমন নয় যে আইসল্যান্ডে পুকুর, হ্রদ বা জলাশয়ের অভাব নেই, যেখানে সাধারণত মশা বংশবৃদ্ধি করতে পছন্দ করে।

আইসল্যান্ডের প্রতিবেশী নরওয়ে, ডেনমার্ক, স্কটল্যান্ড এমনকি গ্রীনল্যান্ডেও যথেষ্ট মশার উৎপাত আছে। তবে সেখানে দাঁড়িয়ে এই দেশগুলোর কাছাকাছি অবস্থিত আইসল্যান্ডে কেন মশা নেই তা একটি রহস্য।

পৃথিবীতে মশার বয়স ৩০ মিলিয়ন বছরের বেশি। বিজ্ঞানীদের মতে মশা ভেজা আর্দ্র পরিবেশে ভালো করে বাঁচে কিন্তু ঠাণ্ডায়ও বাঁচতে পারে। আইসল্যান্ডের পানি এবং মাটির রাসায়নিক গঠন মশার প্রজননের জন্য উপযুক্ত নয়। কিন্তু কেন তা এখনো রহস্য যা বিজ্ঞানীরা কয়েক দশক ধরে সমাধান করার চেষ্টা করছেন।

আইসল্যন্ডের শুধুমাত্র একটি জায়গায় মশা পাওয়া যায়। আর সেটি হল আইসল্যান্ডিক ইনস্টিটিউট অফ ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, যেখানে তাদের দেহাবশেষ বয়ামের মধ্যে সংরক্ষিত আছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ ১৮।

NC/SA/AS
আরও পড়ুন