প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা রোববার সিদ্ধান্ত নিয়েছে যতদিন গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে ততদিন ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধ থাকবে। কারণ কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। মন্ত্রিসভায় সর্বসম্মত ভোটের পরে নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, "ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে।"
দেশটির যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি এক্সে এক পোস্টে জানিয়েছেন, তিনি আল-জাজিরা বন্ধের আদেশে স্বাক্ষর করেছেন, যা অবিলম্বে কার্যকর হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রোববার এ ব্যাপারে একমত হয়েছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। দেশটির সংবাদপত্র হারেৎজের খবরে বলা হয়েছে, আল-জাজিরা বন্ধের পক্ষে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে ইসরায়েল সরকার।
গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারক মাধ্যমগুলো সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে ইসরায়েল সংসদ একটি আইন পাস করার পরেই মন্ত্রিসভায় এই ভোট অনুষ্ঠিত হয়।
গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ৩৪ হাজার ৬৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ৯০৮ জন। তখন থেকেই ইসরাইল হামাস সংঘাত নিয়ে সরাসরি সম্প্রচার করে যাচ্ছে আল-জাজিরা। তবে এ ব্যাপারে এর আগেও বেশ কয়েকবার আপত্তি তুলেছেন ইসরায়েলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এবার তা পুরোপুরি বন্ধ করা হলো।
