ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম

আফগানিস্তানের একাধিক প্রবেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এর মধ্যে খোশত প্রদেশের একটি বাড়িতে চালানো বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবানের সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, মধ্যরাতে খোশত প্রদেশের গুরবুজ জেলার একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। এর ফলে খোস্ত প্রদেশে পাঁচ ছেলে ও চার মেয়েসহ মোট নয় শিশু ও এক নারী শহীদ হয়েছেন। এছাড়া তাদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

মুজাহিদ আরও জানান, একই সময় কুনার প্রদেশের উত্তর-পূর্ব এবং পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও বিমান হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। তারা সাধারণ নাগরিক।

AHA
আরও পড়ুন