ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্বের সবচেয়ে উষ্ণতম ১০টি অঞ্চল

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:১০ পিএম

পৃথিবীতে এমন ১০টি জায়গা রয়েছে যেখানে সারা বছরই তীব্র গরমের দাপট অব্যাহত থাকে। যেখানে থাকলে ১০ মিনিটের মধ্যে যে কোন মানুষ অসুস্থ হয়ে যাবে। এমনকি কিছু স্থানে কয়েক ঘণ্টার মধ্যে ঘটতে পারে মৃত্যুও। বিশ্বের সবচেয়ে উষ্ণতম ১০টি এলাকার মধ্যে রয়েছে: 

পাকিস্তানের নবাবশাহ : এখানে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। জোকোবাবাদেও তাপমাত্রা রেকর্ড করেছে। 

ডেথ ভ্যালি : পৃথিবীর উষ্ণতম স্থানগুলির মধ্যে একটি হল ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি। নামের মতন ভয়ংকর এখানকার তাপমাত্রাও। এখানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি প্রথম করা হয়েছিল ১৯১৩ সালে। ডেথ ভ্যালির ফার্নেসর্নে ক্রিক নামের জায়গাটির তাপমাত্রা পৌঁছেছিল ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াসে।

এখানে গরমের চারটি কারণ রয়েছে। প্রথমত: সূর্যের তাপ, দ্বিতীয়ত: গরম বাতাস উপত্যকায় আটকে পড়া।চারপাশের মরুভূমি থেকে আসা গরম বাতাস এবং পাহাড় উত্তপ্ত হওয়ার পর জলের উৎস থেকে বেরিয়ে আসা আর্দ্রতা।


ফ্লেমিং মাউন্টেন : জিনজিয়াং প্রদেশের তিয়ানশানে রয়েছে লাল বেলে পাথরের পাহাড়। এদেরকে ফ্লেমিং পর্বত বা হুয়ান পর্বতও বলা হয়। এগুলি তাকলামাকেন মরুভূমির উত্তরাঞ্চলে অবস্থিত। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা সাধারণত ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।


লুত মরুভূমি : এটি ইউনেস্কোর একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিশ্বের ৩৪তম বৃহত্তম মরুভূমি এটি। ৪৮০ মিটার লম্বা এবং ৩২০ কিলোমিটার চওড়া। এই মরুভূমিতে জীবনের কোনও অস্তিত্ব নেই। এখানে না আছে কোনও গাছপালা আর না আছে কোনও প্রাণী। নাসার অ্যাকোয়া উপগ্রহ থেকে ২০১০ সাল পর্যন্ত মরুভূমির পৃষ্ঠের যে তাপমাত্রা রেকর্ড করেছে তা রীতিমতো ভীতিজনক ছিল। তাপমাত্রার পারদ ছিল ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস।


সাহারা মরুভূমি : আফ্রিকার এই মরুভূমি পৃথিবীর অন্যতম উষ্ণ এলাকা। এখানকার গড় তাপমাত্রা ৩৫ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এখানে সারা বছরে ১০০ মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়। এখানকার বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা ৫৮ ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠের তাপমাত্রা ৭৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।


আল আজিজিয়া : লিবিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত ছোট শহর এটি। এই জায়গাটি  তাপমাত্রার জন্য বিখ্যাত। এখানকার গড় তাপমাত্রা ৪০ ডিগ্রির মধ্যে। ১৯২২ সালে এখানকার তাপমাত্রা সমস্ত রেকর্ড ভেঙ্গে দেয়।

সোনোরান মরুভূমি : আমেরিকা থেকে উত্তর মেক্সিকো পর্যন্ত ছড়িয়ে থাকা এই মরুভূমির দুটি জিনিস খুব বিখ্যাত। এক হলো এখানকার গ্রীষ্ম এবং দ্বিতীয় হলো ক্যাকটাস। এখানকার গড় তাপমাত্রা ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস।

ব্যাংকক : এই শহরটি সারা বছরই গরম থাকে। রাতেও তাপমাত্রার পারদ খুব একটা নীচে নামে না।

আমাজন : আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়। তবুও এই এলাকাটি পৃথিবীর উষ্ণ অঞ্চলের মধ্যে পড়ে।

এছাড়াও বিশ্বের উষ্ণতম স্থানগুলির মধ্যে রয়েছে কুয়েত সিটি, ডালোলের মতন জায়গাও। সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট ইউকে, টাইমস অব ইন্ডিয়া।

RY/SA
আরও পড়ুন