ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের ধরপাকড়, গ্রেপ্তার ২৫ ফিলিস্তিনপন্থী

আপডেট : ১২ জুন ২০২৪, ০৫:২৯ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় (ইউএলসিএ) থেকে অন্তত ২৫ জন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ। স্থানীয় সময় সোমবার (১০ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরপাকড়ের ঘটনা ঘটে।  

লস অ্যাঞ্জেলেস পুলিশ এক বিবৃতিতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে জানিয়েছে, ওই বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ঝরনা ক্ষতিগ্রস্ত করা, সড়কে রং করা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম নষ্ট করা ও আসবাব ভাঙচুর করার মতো নানা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ক্যাম্পাসে এমন বিক্ষোভ আইনসিদ্ধ নয়।

পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ায় সোমবার রাত ৮টার দিকে প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিশ্ববিদ্যালয়ের সব ধরনের স্থাপনা ও সম্পদ থেকে ১৪ দিন দূরে থাকার নির্দেশ দেওয়ার পর মুক্তি দেওয়া হয়েছে।

গত ৩০ এপ্রিল ইউএলসিএ ক্যাম্পাসে সংঘটিত ব্যাপক গ্রেপ্তার ও হামলার কথা উল্লেখ করে  সিএনএনের একজন বিশ্লেষক জানান, বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ৩০ এপ্রিল রাতে সবচেয়ে ইউএলসিএতে নাটকীয় যেসব পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে ছিল। তার বেশির ভাগেই জড়িত ছিলেন বহিরাগতরা। তবে গতকাল বেলা সোয়া ৩টার দিকে যাঁরা বিক্ষোভ শুরু করেন, তাঁরা ইউএলসিএর একটি ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত।

AH
আরও পড়ুন