ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অবশেষে টুইটার কিনলেন ইলন মাস্ক

আপডেট : ১৩ মে ২০২৫, ০৬:৫৯ পিএম

খবর সংযোগ ডেস্ক: অবশেষে বিশে^র শীর্ষ ধনী ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার দিয়ে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক টুইটার কেনার চুক্তি চুড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণ নিয়েছেন। খবর আল-জাজিরার যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম বৃহস্পতিবার জানায়, ইলন মাস্ক টুইটার কেনার পরপরই আগের সিইও পরাগ আগরওয়াল এবং অন্য দুই শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেছেন।

ওয়াশিংটন পোস্ট একটি সূত্রের বরাত দিয়ে জানায়, টুইটারের জেনারেল কাউন্সেল শন এজেটকেও বরখাস্ত করেছেন ইলন মাস্ক।

বিশ্বের শীর্ষ ধনী যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক গত বুধবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রানসিসকোয় টুইটারের প্রধান কার্যলায়ে যান। সেখানে যাওয়ার একটি ভিডিও তিনি টুইটারে পোস্ট করেন।

টুইটার কিনতে গত জানুয়ারি থেকে তোড়জোড় শুরু করেন ইলন মাস্ক। এরপর মার্চের মাঝামাঝি তিনি প্রতিষ্ঠানটির প্রায় ১০ শতাংশ শেয়ার কিনে ফেলেন। এরপর টুইটার কেনার জন্য তিনি টেসলার শেয়ার বিক্রি করেন। পরে এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এলে আইনি জটিলতায় পড়েন তিনি। আর সেই জরিমানা এড়াতেই অবশেষে টুইটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করলেন ইলন মাস্ক।

AHR
আরও পড়ুন