প্রমোদতরী ডুবি: ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চসহ নিখোঁজ ৬

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:০০ এএম

ইতালির সিসিলি ভূমধ্যসাগরীয় উপকূলে বিলাসবহুল প্রমোদতরী ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১৯ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ এবং তার মেয়ে হান্নাসহ (১৮) ৬ জন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

জানা গেছে, ইতালির সিসিলি উপকূলে ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চের নিজস্ব প্রমোদতরী প্রবল ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এটি ছিল ১৮৪ ফুটের বিশাল দৈর্ঘ্যের। এতে ক্রুসহ মোট ২২ জন ছিলেন, যার মধ্যে যাত্রী ছিল ১২ জন। একটি মরদেহসহ উদ্ধার করা হয়েছে ১৬ জনকে।


দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মাইক লিঞ্চ এবং হান্নার সঙ্গে বাকি চার নিখোঁজের দুজন ব্রিটিশ ও দুজন মার্কিন। জীবিত উদ্ধার হওয়া ১৫ ব্যক্তির মধ্যে রয়েছেন লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা ব্যাকারস। আর উদ্ধার হওয়া মরদেহটি তরীর পাচক রিকার্ডো থমাসের।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল প্রমোদতরী। কিন্তু প্রচণ্ড ঝড়ে এটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।

বেঁচে যাওয়াদের মধ্যে এক বছর বয়সী এক শিশু ও তার বাবা-মা রয়েছে। শিশুটির মা শার্লট গোলুনস্কি বলেন, ‘দুই সেকেন্ডের জন্য আমি আমার মেয়েটিকে সমুদ্রে হারিয়ে ফেলেছিলাম। তবে ঢেউয়ের মধ্যে আবারও তাকে খুঁজে পাই।

প্রমোদতরী উদ্ধার অভিযান চলছে। সমুদ্রে পানির ৫০ মিটার নিচে ধ্বংসাবশেষ শনাক্তে কাজ করে যাচ্ছেন  ডুবুরিরা। তবে নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার আশা খুবই কম বলে জানিয়েছেন তারা।

MB/FI
আরও পড়ুন
সর্বশেষপঠিত