ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আদালতকক্ষেই আচমকা স্ত্রীকে পিঠে নিয়ে দৌড় স্বামীর

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১১:৫৩ এএম

এক নারী তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল আদালতে। বিবাহবিচ্ছেদ আটকাতে আদালতে শুনানিকালে আচমকা স্ত্রীকে পিঠে তুলে নিয়ে দৌড় দেন স্বামী।

সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশে ঘটে যাওয়া ঘটনাটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা বেশ সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। আদালত কক্ষ থেকে স্ত্রীকে পিঠে তুলে নিয়ে পালানোর ঘটনার নজির নেই।

লি নামের এক যুবকের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ আনেন স্ত্রী চেং। বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। নেশাগ্রস্ত অবস্থায় লি তাকে মারধর করতেন বলে অভিযোগ করেন চেং। দীর্ঘ ২০ বছর সংসার করার পরও লি’র অভ্যাস পাল্টায়নি বলে অভিযোগ ওই স্ত্রীর। শুরুর দিকে বিচ্ছেদে সায় দেননি আদালত। তবে বিচ্ছেদের দাবিতে অনড় ছিলেন স্ত্রী চেং। আদালতে নতুন করে আবেদন জানান তিনি। এই আবেদনের শুনানি চলছিল। 

শুনানি শুরু হলে আবেগপ্রবণ হয়ে পড়েন লি। বিচ্ছেদ চান না বলে জানান আদালতে। কিন্তু চেং নিজের অবস্থান পাল্টাননি। এমন পরিস্থিতিতে আদালতকক্ষেই আচমকা চেংকে পিঠে তুলে দৌড় দেন লি। এ সময় চিৎকার শুরু করে দেন চেং। আদালত থেকে বেরিয়ে বেশ কিছু দূর চলে যাওয়ার পর লিকে আটকায় পুলিশ। 

এ ঘটনায় আদালতও বিস্মিত হয়ে পড়ে। স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টার জন্য লিকে ভর্ৎসনা করেন আদালত। লিখিত দিয়ে ক্ষমাপ্রার্থনা করতে হয় তাকে। ভুল স্বীকার করে, ভবিষ্যতে এমন করবেন না বলে অঙ্গীকার করেন লি।

AHA/FI
আরও পড়ুন