ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন আদালতে অভিযোগ

আদানি ছাড়াও তার ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২৫ কোটির ও অধিত ডলার ঘুষ দিয়ে সৌর শক্তি সরবরাহের এই লাভজনক কন্ট্রাক্টটি পান। 

আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১০:২৯ এএম

ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে ঘুষ দিয়ে নিজ দেশে বিশাল এক সৌরশক্তি প্রকল্পে বিনিয়োগকারীদের প্রতারণা করার কথা বলা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) আদানির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। 

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, কোম্পানির জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্পের কাজ পাওয়ার জন্য ভারতীয় কর্মকর্তাদের অর্থ দেয়া হয়েছে। আদানি ছাড়াও তার ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ২৫ কোটির ও অধিত ডলার ঘুষ দিয়ে সৌর শক্তি সরবরাহের এই লাভজনক কন্ট্রাক্টটি পান গৌতম আদানি। 

উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেছেন, অভিযোগে বলা হয়েছে, তারা ‘যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন’ করতে চেয়েছিলেন।’

আদালতের অনলাইন রেকর্ডে আদানির পক্ষের আইনজীবিদের তালিকা প্রকাশ করা হয়নি। তাঁর কোম্পানি দ্য আদানি গ্রুপের নামে পাঠানো একটি ই-মেইল বার্তায় মন্তব্য চাওয়া হয়েছে। তবে আদানি গ্রুপ এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 

 

MB/WA
আরও পড়ুন