ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতে বোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ৩ 

বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যে বাড়ির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় দেহের অংশ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ এএম

ভারতের মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় উড়ে গেছে বাড়ির ছাদ। রোববার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যে বাড়ির আশপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় দেহের অংশ।

গুরুতর জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসকরা জানান, একজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দু'জনের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নেওয়ার পর মৃত্যু হয়। 

স্থানীয়রা জানিয়েছে, ওই বাড়িতে বোমা বানানো হচ্ছিল। বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। যদিও একথা মানতে নারাজ মৃত তিন জনের পরিবার। তাদের দাবি, বাইরে থেকে ওই তিনজনকে লক্ষ্য করে বোমা মারা হয়।

পুরো ঘটনা খতিয়ে দেখছে সাগরপাড়া থানার পুলিশ বাহিনী। এলাকায় তল্লাশি শুরু হয়। নিয়ে যাওয়া হয় বম্ব স্কোয়াডকেও। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে স্‌প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে ছিল। সূত্র: দ্য ওয়াল 

 

 

MB/KK
আরও পড়ুন