নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠদের সঙ্গে সাক্ষাৎ করতে গোপনে যুক্তরাষ্ট্রে গেছেন তাইওয়ান সরকারের দুইজন সিনিয়র সদস্য। বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের নিরাপত্তা পরিষদের উপ-সচিব-জেনারেল লিন ফেই-ফ্যান ও হু সু-চিয়েনসহ বেশ কয়েকজন বৈঠক করার জন্য ওয়াশিংটন সফরে রয়েছেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা যোগদান করবেন সেই বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।
একটি সূত্র জানিয়েছে, বৈঠকে ট্রাম্পের ট্রানজিশন গ্রুপের লোকজন ছিল। তবে তাইপে ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে যে কোনো আলোচনার বিষয়ে বেইজিংয়ের সংবেদনশীলতার কারণে বৈঠকে যুক্তরাষ্ট্রের আগত প্রশাসনের মনোনীত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়নি।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তাইওয়ানের ডি ফ্যাক্টো দূতাবাস, চীনের দূতাবাস ও ট্রাম্প ট্রানজিশন শিবির মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
লিন ও হুসের এই সফরের খবরটি এমন সময় এলো যখন তাইওয়ান প্রণালির কাছাকাছি চীনের সামরিক কার্যকলাপ বেড়েছে। এটিকে তাইওয়ান ট্রাম্প প্রশাসন ও মার্কিন মিত্রদের জন্য একটি ‘রেড লাইন’ সেট করতে বেইজিংয়ের প্রচেষ্টা বলে অভিহিত করেছে।
তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। স্বায়ত্তশাসিত এই দেশটিকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। তবে তাইওয়ান বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, শুধু দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।
