ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তিন বছরে ২৮১৫ বাংলাদেশি আটক: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

২০২২ থেকে ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত তিন বছরে ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৮১৫ বাংলাদেশিকে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে। এরমধ্যে ১৭৪৬জনকে ফেরত পাঠানো হয়েছে।

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম

অনুপ্রবেশের দায়ে গত তিন বছরে  ২৮১৫ জন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৭৪৬ জন বাংলাদেশীকে দেশে ফেরৎ পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় দিনে তিপরা মথা বিধায়ক রঞ্জিত দেবর্বমা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিপিএম বিধায়ক নয়ন সরকারের তারকা চিহ্ন বিহীন প্রশ্নের লিখিত জবাবে এমনটাই তথ্য দিয়েছেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

মুখ্যমন্ত্রী জানান, ২০২২ থেকে ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত তিন বছরে ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৮১৫ বাংলাদেশিকে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেছে। এরমধ্যে ১৭৪৬জনকে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, গ্রেফতারকৃত অবশিষ্ট বাংলাদেশী নাগরিক রয়েছেন মোট ১০৬৯ জন। এর মধ্যে জেল হেফাজতে ৪৭৪ জন, অস্থায়ী ডিটেশান কেন্দ্রে ০৮ জন, আশ্রয় ঘরে ০২ জন এবং আদালত কর্তৃক জামিনে মুক্তি পেয়েছে ৫৮৫ জন। 

আরও পড়ুন