সোমালিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১ ফেব্রুয়ারি) ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারীসহ অন্যান্য সদস্যদের আস্তানায় এ হামলা চালানো হয়।
সামাজিক মাধ্যম এক্সে এ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেই এ হামলার খবর দিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘আইএস ও অন্য যারা আমেরিকানদের ওপর হামলা করতে চাইছে, তাদের জন্য স্পষ্ট বার্তা—আমরা আপনাদের খুঁজে বের করব এবং হত্যা করব।’
ট্রাম্প বলেন, ‘এসব হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে। এসব হামলায় ওই গুহাগুলো ধ্বংস করেছে। সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, গোলিস পর্বতে এই হামলা চালানো হয়। প্রাথমিক নিরীক্ষায় জানা গেছে, অসংখ্য জঙ্গি সদস্য নিহত হয়েছেন। তবে কোনো বেসামরিক ব্যক্তি এই হামলায় হতাহত হননি।
সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদকে এই বিমানহামলার বিষয়ে আগাম বার্তা দেওয়া হয়েছিল।
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান উল্লেখ করেন, জঙ্গিবিরোধী উদ্যোগে আপনার (ট্রাম্পের) সাহসী ও পরিকল্পিত নেতৃত্বে আমরা বিশেষ কৃতজ্ঞ ও ধন্য।
