মুসলিমদের সঙ্গে ট্রাম্পের ইফতার 

তবে ট্রাম্প গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার বিষয়ে কোনো কথা বলেননি। 

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০১:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৭ মার্চ) হোয়াইট হাউজে ইফতার-ডিনারের আয়োজন করেছেন। অনুষ্ঠানে নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থনের জন্য আমেরিকান মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে পবিত্র রমজান মাসে সব ধর্মের সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান ট্রাম্প। এছাড়া তিনি বিশ্বের সব মুসলমানদের জন্য পবিত্র রমজান বরকতময় হওয়ার কামনা করেন। 

ইফতারে নৈশভোজে অংশ নিয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে তার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করছে। খবর আল জাজিরার

তিনি বলেন, আমার প্রশাসন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস কূটনৈতিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। ঐতিহাসিক আব্রাহাম চুক্তির ওপর ভিত্তি করেই এমনটা হয়েছে। কিন্তু সবাই বলেছিল এটা অসম্ভব হবে। তিনি ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার কথাও জানিয়েছেন। 

তবে তিনি গাজায় ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার বিষয়ে কোনো কথা বলেননি। 

জানা গেছে, হোয়াইট হাউসে প্রথম ইফতার ডিনারের আয়োজেন হয়েছিল ১৮০৫ সালে-প্রেসিডেন্ট টমাস জেফারসনের সময়। পরে মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন এই প্রথা পুনরুজ্জীবিত করেন ১৯৯৬ সালে।

RA/KK
আরও পড়ুন