ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্পে ব্যাংককে মৃতের সংখ্যা বেড়ে ১৭ 

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম

ব্যাংককে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭ থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে রোববার ব্যাংককে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।  এ পর্যন্ত ৮৩ জন নিখোঁজ রয়েছেন। টির নগর কর্তৃপক্ষ এ কথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ৩২ জন আহত ও ৮৩ জন এখনও নিখোঁজ রয়েছে। এদের বেশিরভাগই নির্মাণাধীন ৩০ তলা টাওয়ার ব্লকের যা শুক্রবার (২৮ মার্চ) ৭.৭ মাত্রার ভূমিকম্পে ধসে পড়ে।

ব্যাংককের ডেপুটি গভর্নর থাভিদা কমলভেজ জানিয়েছেন, ধসে পড়া ভবনটির পাহাড় সমান ধ্বংসস্তূপের মধ্যে ‘প্রাণের কোনো লক্ষণ আছে কি না’ তা নিশ্চিত হতে ও নড়াচড়া শনাক্ত করতে উদ্ধারকর্মীদের দলগুলো এক্স-রে মেশিন ব্যবহার করছে।

AA
আরও পড়ুন