সিরিয়ায় রাশিয়ার সেনারা অবস্থান করবে বলে জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার স্থানীয় প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া। শুক্রবার (১৮ এপ্রিল) রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটিতে রুশ সামরিক উপস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।
ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, আমাদের সেনারা যেখানে ছিলেন সেখানে আছেন। আমরা বর্তমান সিরিয়ার সরকারের সঙ্গে কথা বলছি।
সিরিয়ার সশস্ত্র বিরোধীরা গত নভেম্বরের শেষের দিকে সরকারি বাহিনীর ওপর একটি বড় আক্রমণ শুরু করে এবং ৮ ডিসেম্বর দামেস্কে প্রবেশ করে। এরপর বাশার আল-আসাদ প্রসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করে মস্কো যান। সিরিয়ার কার্যত এখন আহমেদ আল-শারা, যিনি আবু মোহম্মদ আল-গোলানি নামেও পরিচিত। তিনি হায়াত তাহরির আল-শাম (রাশিয়ায় নিষিদ্ধ) নামে গোষ্ঠীর প্রধান। চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি নিজেকে দেশের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন।
