ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় গভীর রাতে পালিয়েছেন নেতানিয়াহু

আপডেট : ১৪ জুন ২০২৫, ১১:৪৪ এএম

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) রাতে অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরুর সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আতঙ্কিত হয়ে দপ্তর ছেড়ে চলে যান। 

এ দিকে, শনিবার (১৪ জুন) সকালেও ইরানের প্রতিশোধমূলক ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। 

এ সকল তথ্য জানিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের প্রতিশোধমূলক হামলার পর বাঙ্কারের ভেতরে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন। 

একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।

ইরনার প্রতিবেদনে জানানো হয়, তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে। তবে তথ্যটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

শুক্রবার স্থানীয় সময় ভোরে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। নৃশংস এই হামালায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হন। হামলায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। এই দিন রাতে ইরান ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করে। যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে বাধ্য হয়। হামলায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। 

RA
আরও পড়ুন