ইরানে দূতাবাস বন্ধ করলো অস্ট্রেলিয়া

আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:১০ এএম

ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

একইসঙ্গে সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। শুক্রবার (২০ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, অস্ট্রেলিয়া সরকার ইরানের চলমান নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে এবং সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশ দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। এক বিবৃতিতে তিনি জানান, “অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত এখনই ইরান ছাড়লেও, তিনি ওই অঞ্চলে থাকবেন যাতে সংকট পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া যায়।”

তিনি আরও বলেন, “আমরা ইরান ছাড়তে আগ্রহী অস্ট্রেলীয় নাগরিকদের সহযোগিতা করার পরিকল্পনা চালিয়ে যাচ্ছি এবং আমাদের অংশীদার দেশগুলোর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।”

পররাষ্ট্রমন্ত্রী জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি) কনস্যুলার সেবা দেওয়ার জন্য আজারবাইজান ও এর সীমান্ত চৌকিতে কনস্যুলার কর্মী মোতায়েন করবে, যাতে ইরান থেকে বেরিয়ে আসা অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তা করা যায়।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষের মধ্যে ইরানে বিদেশি কূটনীতিক ও নাগরিকদের ঝুঁকি অনেক বেড়ে গেছে। এর আগেও বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে।

khk
আরও পড়ুন