থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই দেশের সীমান্ত সংঘর্ষ নিরসনের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন ।
সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আনোয়ার বলেন, আমরা খুবই ইতিবাচক অগ্রগতি দেখেছি, যা কম্বোডিয়া ও থাইল্যান্ডের জন্য শুভ বার্তা বয়ে আনবে। উভয় দেশই ২৮ জুলাই মধ্যরাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এটি শান্তি-নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আনোয়ার আরও বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতাদের সঙ্গে মালয়েশিয়া নিবিড়ভাবে যোগাযোগ রাখছে এবং এ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতৃত্বের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে।
উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং ২৭০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
থাইল্যান্ড-কম্বোডিয়া হামলা-পাল্টা হামলা, নিহত ১২
কম্বোডিয়ার বিএম-২১ রকেট হামলায় থাইল্যান্ডে নিহত ১৫
এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালালো থাইল্যান্ড
যুদ্ধ শুরু নিয়ে পরস্পরকে দায়ী করছে থাইল্যান্ড-কম্বোডিয়া