গাজার মধ্যাঞ্চলে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস।
বুধবার (৬ আগস্ট) খাবার ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর সন্ধানে শত শত ফিলিস্তিনি একটি ত্রাণের ট্রাক ঘিরে দাঁড়িয়ে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে।
গাজার স্থানীয় কর্মকর্তাদের বরাতে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরায়েলি বাহিনী ত্রাণের ট্রাকটিকে একটি ‘ঝুঁকিপূর্ণ রাস্তা’ দিয়ে পাঠালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং আশপাশে জড়ো হওয়া জনতার ওপর পড়ে।
গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ত্রাণের জন্য অপেক্ষমাণ শত শত বেসামরিক মানুষের মাঝখানে ট্রাকটি উল্টে পড়ে। এতে ২০ জন নিহত হয়েছেন এবং বহু আহত হয়েছেন।
গাজা সরকারের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইচ্ছা করে ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে এবং চালকদের এমন রাস্তায় যেতে বাধ্য করছে যেখানে ক্ষুধার্ত জনতা ভিড় করে থাকে। ফলে মানুষজন অনেক সময় ট্রাকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটে।
সূত্র: আল-জাজিরা
