ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেলিফিশের আক্রমণে পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ!

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৬:৫০ পিএম

জেলিফিশের একটি বিশাল ঝাঁকের আক্রমণে বন্ধ হয়ে গেল ফ্রান্সের অন্যতম বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র। পরিস্থিতি বিবেচনা করে আপাতত পরমাণু বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) রাতে ফরাসি রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি ইডিএফ (EDF) এ তথ্য নিশ্চিত করেছে।

ইডিএফ জানায়, ফ্রান্সের উত্তর উপকূলে অবস্থিত এই কেন্দ্রের কুলিং সিস্টেমে হঠাৎ বিপুলসংখ্যক জেলিফিশ ঢুকে পড়ায় পাম্প স্টেশনের ফিল্টার বন্ধ হয়ে যায়। এর ফলে প্রথমে তিনটি রিঅ্যাক্টর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই চতুর্থ রিঅ্যাক্টরও থেমে যায়। বাকি দুই রিঅ্যাক্টর আগে থেকেই গ্রীষ্মকালীন রক্ষণাবেক্ষণে বন্ধ থাকায় পুরো প্লান্ট অচল হয়ে পড়ে। স্বাভাবিক অবস্থায় এই কেন্দ্র প্রায় ৫০ লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে।

গ্রাভলিনস প্লান্টের কুলিং সিস্টেমের জন্য উত্তর সাগরের সঙ্গে যুক্ত একটি খাল থেকে পানি আসে- যেখানে গ্রীষ্মকালে উষ্ণ জলে স্থানীয় প্রজাতির জেলিফিশের আধিক্য দেখা যায়। তবে এ ঘটনায় প্লান্ট, কর্মী বা পরিবেশের কোনো ক্ষতি হয়নি এবং যুক্তরাজ্যে বিদ্যুৎ রফতানিও বাধাগ্রস্ত হয়নি। 

বিশেষজ্ঞরা বলছেন, উপকূলীয় বিদ্যুৎকেন্দ্রে জেলিফিশের কারণে কার্যক্রম ব্যাহত হওয়া নতুন কিছু নয়। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা হঠাৎ বিপুলসংখ্যক জেলিফিশ আসার পূর্বাভাস দিতে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ও তৈরি করেছেন।

এর আগে চীন, জাপান এমনকি ভারতের বন্দর এবং বিদ্যুৎকেন্দ্রেও জেলিফিশের উৎপাত দেখা গেছে। পরমাণু কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন তুলনামূলক নিরাপদ বলেই ধরা হয়। কিন্তু তা থেকে যে পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, তার প্রভাব মারাত্মক হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।  সূত্র: দ্য গার্ডিয়ান  

LH/FJ
আরও পড়ুন