ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যেকোনো সময় ভেঙে যেতে পারে: মার্কো রুবিও 

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৪:০৪ পিএম

ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন এবং এটি যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

রোববার (১৭ আগস্ট) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে  রুবিও বলেন, 'ভারত ও পাকিস্তানে কী ঘটছে, তা আমরা প্রতিদিন গভীরভাবে পর্যবেক্ষণ করি। শুধু এখানেই নয়, কম্বোডিয়া, থাইল্যান্ডসহ বিশ্বজুড়ে যেসব অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে, সেগুলোকেও আমরা নিয়মিত নজরে রাখি।' 

তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ পরিস্থিতি যে কোনো সময় ভেঙে পড়তে পারে।

এসময় তিনি ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধ বন্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথাও স্মরণ করিয়ে দেন।

ভারতের দাবি অনুযায়ী, গত মে মাসে পাকিস্তানের ব্যাপক ক্ষতির পর ইসলামাবাদের উদ্যোগেই যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের পক্ষের সুর মিলিয়ে জানিয়েছে, ট্রাম্পের মধ্যস্থতাতেই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্ব পায়। সূত্র: এনডিটিভি 

LH/FJ
আরও পড়ুন