তামিলনায়ড়ুর কারুর জেলায় তামিল সিনেমার সুপারস্টার ও রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এর প্রধান থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫১ জন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
সমাবেশে প্রাণহানির ঘটনার পর বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আবেগঘন বার্তা লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে; ভাষায় প্রকাশের অতীত যন্ত্রণা ও শোকে কাতর আমি। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের জনসভা অনুষ্ঠিত হয়। অনুমতি ছিল প্রায় ৩০ হাজার জনের জন্য, কিন্তু স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রায় ৬০ হাজার মানুষ সেখানে সমাবেশে যোগ দেন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় রাত পৌনে ৮টার দিকে বিপুলসংখ্যক মানুষ মঞ্চের দিকে ধাবিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে অনেকেই মাটিতে পড়ে যান এবং শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন। বিজয় মাঝপথে বক্তৃতা বন্ধ করে পুলিশকে সহায়তার আহ্বান জানান এবং আহতদের সহায়তা দেন।
তামিলনাডু মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ১ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধানে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। জরুরি চিকিৎসা সেবার অংশ হিসেবে তিরুচিরাপল্লি ও সেলেম জেলা থেকে অন্তত ৪৪ জন চিকিৎসক কারুরে পাঠানো হয়েছে।
স্টালিন সাংবাদিকদের জানিয়েছেন, এই দুর্ঘটনায় অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১০ শিশু ও ১৮ নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৫১ জন।
বিজয়ের জনপ্রিয়তা ও নিরাপত্তার প্রশ্ন
দীর্ঘদিনের সুপারস্টার হিসেবে বিজয়ের জনপ্রিয়তা তামিলনাডু রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৪ সালে তিনি দল গঠনের পর থেকে একের পর এক জনসভায় বিপুল জনসমাগম টানছেন। তার দল টিভিকে আগামী ২০২৬ সালের রাজ্য নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালাচ্ছে।
তবে এই বিশাল জনসমাগমে নিরাপত্তার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছরও তার এক সমাবেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছিল। পুলিশের বিধিনিষেধ থাকা সত্ত্বেও জনতার ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা দেখা দিচ্ছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে শোক প্রকাশ করে লিখেছেন, কারুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই দুঃখজনক ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সুপারস্টার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বিজয় সম্প্রতি শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তার শেষ সিনেমা ‘জন নায়ক’ মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমায় তিনি একজন রাজনীতিবিদ চরিত্রে অভিনয় করেছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজয় রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দেবেন।
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৯১
পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯