ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিজয় থালাপতির সমাবেশে প্রাণহানির ঘটনায় মামলা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা করেছে ভারতীয় পুলিশ। এতে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) দুই শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

মামলায় আসামি করা হয়েছে বিজয় থালাপাতি এবং তার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সাধারণ সম্পাদক এন আনন্দসহ চারজনকে। মামলা করেছে তামিলনাড়ু পুলিশ।

তাদের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের দেওয়া শর্ত ভঙ্গ করেছে এবং তারা কোনো নিয়মের তোয়াক্কা করেনি।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভাষ্য, ‘টিভিকে প্রথমে ১০,০০০ লোকের সমাবেশের অনুমতি চেয়েছিল, কিন্তু প্রকৃত ভিড় দ্বিগুণেরও বেশি ছিলো।’

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজয়ের নিজ রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) নির্বাচনি জনসভা ছিলো। সেখানে পদপিষ্ট হয়ে নিহত হন ৩৯ জন। আহতর সংখ্যা পঞ্চাশের বেশি।

এদিকে এ ঘটনার পর এক বিবৃতিতে বিজয় জানিয়েছেন, এ দুঘর্টনায় প্রত্যেক নিহত পরিবারের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৭ লাখ টাকার বেশি) এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

MH/FJ