ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হামাসের অধিকাংশ যোদ্ধা সামরিক ফাঁদে, শুধু নির্দেশের অপেক্ষা: ট্রাম্প

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে গাজা শান্তিচুক্তি গ্রহণ করতে শুক্রবার আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেন, ওয়াশিংটন সময় রোববার সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময় সোমবার ভোর ৪ টা) মধ্যে শান্তিচুক্তি গ্রহণ না করলে হামাসের ওপর ‘নরক নেমে আসবে’।

মার্কিন প্রেসিডেন্ট তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, ‘যদি এই শেষ সুযোগের সমঝোতা সম্পন্ন না হয়, তাহলে হামাসের বিরুদ্ধে এমন নরক নামবে যা আগে কখনো কেউ দেখেনি।’

হামাসের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, ‘নির্দোষ ফিলিস্তিনিদের একটি অনির্দিষ্ট অঞ্চল থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে, কারণ সেখানে হামাসের অবশিষ্ট বাহিনীর বিরুদ্ধে সামরিক হামলা চালানো হতে পারে।’

তাদের শিকার করা হবে ও হত্যা করা হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘হামাসের অধিকাংশ যোদ্ধা বর্তমানে চারদিক থেকে ঘেরাও ও সামরিকভাবে ফাঁদে পড়েছে, শুধু আমার ‘গো’ নির্দেশের অপেক্ষায়। এক মুহূর্তেই তাদের জীবন শেষ হয়ে যাবে।’

হামাসের জন্য এখনও একটি শেষ সুযোগ রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি চাই, নির্দোষ সব ফিলিস্তিনি অবিলম্বে সম্ভাব্য ভয়াবহ মৃত্যুর জায়গা ছেড়ে গাজার নিরাপদ অংশে চলে যাক। যারা সাহায্য করার জন্য অপেক্ষা করছে, তারা সবাইকে সঠিকভাবে যত্ন নেবে।’ তবে, ফিলিস্তিনিদের প্রতি তার ‘স্থানত্যাগের নির্দেশ’ সুনির্দিষ্টভাবে কী বোঝাচ্ছে, তা পরিষ্কার নয়।

এদিকে জাতিসংঘ শুক্রবার পুনর্ব্যক্ত করেছে যে গাজায় ‘কোনো জায়গাই নিরাপদ নয়’ এবং ইসরায়েলের নির্ধারিত দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলো আসলে ‘মৃত্যুর স্থান’ হয়ে উঠেছে।

প্রস্তাবিত শান্তি চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি, হামাসের নিরস্ত্রীকরণ এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের পর একটি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন স্বয়ং ট্রাম্প।

উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে ইসরায়েলের বিধ্বংসী হামলার পর ট্রাম্পের এই শান্তিচুক্তি প্রস্তাব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমর্থন করলেও, হামাস এখনো তা গ্রহণ করেনি।

এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ঠিক পরদিনই মার্কিন প্রেসিডেন্টের এমন পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। 

IMS/FJ
আরও পড়ুন