ঢাকা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০২:১০ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্ক সিটির কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন সোমা এস সাইদ।

বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে সোমার পরিবারের সদস্য বুরহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সোমা সাঈদ নির্বাচনে দুই লাখ ৬০ হাজারের বেশি ভোট পেয়ে এই স্বীকৃতি অর্জন করেন।

বিজয় প্রসঙ্গে সোমা সাঈদ বলেন, ‘এটি আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়।’

সোমা সাঈদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা।

জানা গেছে, সোমা ২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে আইনি ও নাগরিক পরিমণ্ডলে তিনি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সোমা সাঈদ এবং তার স্বামী মিজান চৌধুরী বর্তমানে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।

বিচারপতি সোমা সাঈদ তার অবিচল অঙ্গীকার, বৈচিত্র্য, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত। তিনি নিউইয়র্কের আইনি অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নিউইয়র্ক সিটি সম-অধিকার প্রয়োগ পরিষদের সহ-সভাপতি, নিউ ইয়র্কসিটি ন্যায়বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য ও নিউইয়র্ক মার্কিন-এশীয় বিচারকদের সংস্থার সদস্য ইত্যাদি।

এছাড়া, তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম নারী সভাপতি ছিলেন।

HN
আরও পড়ুন