লেবাননে যুদ্ধবিরতি, নিজ ঘরে ফিরছে মানুষ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় আপন নীড়ে ফিরতে শুরু করেন বাস্তুচ্যুত লেবানন বাসিন্দারা। 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ এএম

প্রায় ১৪ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় নিজ বাড়ি-ঘরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ যৌথভাবে ঘোষণা দেওয়ার পর বুধবার (২৭ নভেম্বর) ভোর ৪টা (স্থানীয় সময়) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপরই আপন নীড়ে ফিরতে শুরু করেন বাস্তুচ্যুত বাসিন্দারা। 

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো মানুষের ঢল দক্ষিণ লেবাননের দিকে ফিরে যেতে দেখা গেছে। সে সময় অনেকেই বিজয়ের প্রতীক দেখাচ্ছিলেন। বাড়ি ফিরতে পারায় নিজেদেরকে জয়ী বলেই মনে করছেন। এছাড়া লেবাননের বেশির ভাগ মানুষই এই যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে উল্লেখ করেন।

তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। সে কারণে লেবানন এবং ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে লোকজনকে দক্ষিণ দিকে ফিরে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।

তবে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ওই এলাকার লোকজনকে নিজেদের বাড়ি-ঘরে ফেরার আহ্বান জানিয়েছে। 

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আমি আপনাদেরকে নিজেদের বাড়ি-ঘরে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। ধ্বংসস্তুপের উপরে বসবাস করতে হলেও নিজেদের ভূমিতে ফিরে আসুন।’

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েলি বাহিনী আগামী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে সরে যাবে এবং এই সময়ের মাঝে হিজবুল্লাহর পরিবর্তে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে। কিন্তু তাদের কীভাবে মোতায়েন করা হবে তা এখনও স্পষ্ট নয়।

AHA/KK
আরও পড়ুন