সৌদি আরবের সঙ্গে প্রায় ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) মার্কিন ডলারের বাণিজ্য ও বিনিয়োগচুক্তি স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৪ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ‘ইউএস-গালফ সামিট’-এর পর এ চুক্তিসমূহ স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, গত ১৩ মে সম্মেলনে যোগ দিতে রিয়াদে পৌঁছান প্রেসিডেন্ট ট্রাম্প। সম্মেলন শেষে সৌদি কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি, অবকাঠামোসহ নানা খাতে এই চুক্তিগুলো সম্পন্ন হয়।
চুক্তির আর্থিক পরিমাণ সম্পর্কে এক বিবৃতিতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, ‘আমরা ইতোমধ্যে ৩০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে তা বাড়িয়ে ৬০ হাজার কোটিতে উন্নীত করা।’
তিনি আরও জানান, সৌদি-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কের বয়স ৯২ বছর, এবং ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার কোটি ডলারে।
সৌদি বিনিয়োগমন্ত্রী জানিয়েছেন, আগামী চার বছরের মধ্যে এই চুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যের পরিমাণ ৬০ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প ও ক্রাউন প্রিন্স সালমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০১৭ সালে প্রেসিডেন্ট হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফর ছিল সৌদি আরবে, যা মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হয়।
২০২৪ সালের নির্বাচনে পুনরায় জয়লাভের পর ট্রাম্প আবারও সৌদি সফরের মাধ্যমে তার দ্বিতীয় মেয়াদের বৈদেশিক কার্যক্রম শুরু করলেন। বিশ্লেষকদের মতে, এ সফর যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্য সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সৃষ্টি করবে।
