নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি: এরদোয়ান

আপডেট : ১৮ জুন ২০২৫, ১১:০২ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মঙ্গলবার (১৭ জুন) তুর্কি প্রেসিডেন্সির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। টেলিফোনে আলাপকালে ইসরায়েল-ইরান সাম্প্রতিক সংঘর্ষ এবং গাজায় চলমান মানবিক সংকট নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

তুর্কি প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়, ‘নেতানিয়াহু আবারও প্রমাণ করেছেন, তিনিই এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।’

এরদোয়ান আরও বলেন, তিনি ইসরায়েল-ইরান সংঘর্ষে সংঘাত প্রশমনের লক্ষ্যে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

সূত্র : সিএনএন

RF
আরও পড়ুন