ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলি নাগরিকদের মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:০১ পিএম

ইসরায়েলের সংবাদমাধ্যম আরুতজ শেভা জানিয়েছে, সামরিক বাহিনী দেশটির নাগরিকদের মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে।

বুধবার (২৫ জুন) ভুলবশত ওই বার্তা পাঠানো হয় বলে জানিয়েছে সামরিক বাহিনী। খবর: আল-জাজিরা’র।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘অভ্যন্তরীণ সিস্টেম পরীক্ষা’ চলাকালে একটি ‘কারিগরি ত্রুটির’ কারণে ভুলবশত এই বার্তা নাগরিকদের কাছে পাঠানো হয়।

সামরিক বাহিনী বলেছে, কোনো রকমের নিরাপত্তাজনিত সমস্যা ঘটেনি। ভুলবশত নাগরিকদের কাছে সতর্ক বার্তা পাঠানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী আরও বলেছে, ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেন থেকে ড্রোন ছোড়া হয়েছে। তবে ইসরায়েল সেই ড্রোন ‘ভূপাতিত’ করেছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ড্রোনটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করেনি এবং এ ঘটনায় কোনো সতর্কতা সংকেত চালু হয়নি।

Raj/AHA
আরও পড়ুন