ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সুইদায় ফের সংঘর্ষ, যুদ্ধবিরতিতে ব্যর্থ সিরীয় সরকার

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:২৭ এএম

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্রুজ-অধ্যুষিত সুইদা প্রদেশে ফের দাঙ্গা ছড়িয়ে পড়েছে। টানা এক সপ্তাহ ধরে চলা প্রাণঘাতী সহিংসতার মাঝেও যুদ্ধবিরতি কার্যকর করতে পারেনি ইসলামপন্থী নেতৃত্বাধীন সিরীয় প্রশাসন।

শনিবার (১৯ জুলাই) শহরের ভেতরে ভারী অস্ত্রের গর্জন ও মর্টার শেলের বিস্ফোরণে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর: রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, সুইদা শহরে বন্দুকযুদ্ধের আওয়াজ শোনা গেছে এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে মর্টারের গোলা আছড়ে পড়েছে। তবে এখনো নির্দিষ্ট করে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সরকার জানিয়েছে, দক্ষিণাঞ্চলে শান্তি রক্ষায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সব পক্ষকে যুদ্ধ থামানোর আহ্বান জানানো হয়েছে। সরকার আরও দাবি করেছে, এখন পর্যন্ত বহু প্রাণহানি ঘটেছে।

গতকাল রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সুইদা শহরে লড়াই বন্ধ হয়েছে এবং বেদুইন যোদ্ধাদের সরিয়ে দেওয়া হয়েছে।

মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, গত সপ্তাহজুড়ে সুইদা ও আশপাশের এলাকায় সংঘর্ষে অন্তত ৯৪০ জন নিহত হয়েছেন। রয়টার্স স্বাধীনভাবে এই সংখ্যার সত্যতা নিশ্চিত করতে পারেনি।

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ‘আরব এবং আমেরিকার মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।’ পাশাপাশি তিনি ইসরায়েলের একাধিক বিমান হামলার সমালোচনাও করেন।

RF/SN
আরও পড়ুন