ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইসরায়েলের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান, নিহত ৩

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পিএম

ইসরায়েলের উপকূলীয় বন্দরনগরী হাইফায় অবস্থিত একটি বৃহৎ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে শোধনাগারটির অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম।

রোববার (১৭ আগস্ট) ভোররাতে এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। নিহত তিনজন একটি অভ্যন্তরীণ কক্ষে আটকা পড়ে ধ্বংসস্তূপ ও আগুনের মধ্যে পড়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।

শোধনাগারটি পরিচালনাকারী বাজান গ্রুপ এক বিবৃতিতে জানায়, হামলায় পরিশোধনাগারের মূল অবকাঠামোসহ বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে পুরো কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫০ থেকে ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

তবে এখন পর্যন্ত ইরান এই হামলার দায় স্বীকার করেনি বা এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ১৬ জুন, ইরান-ইসরায়েল সংঘাত চলাকালে এই শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল। চলতি বছরের জুনে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে শুরু হয় উভয় দেশের মধ্যে সংঘাত। ইসরায়েল প্রথমে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালালে, ইরান পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরাসরি ওই সংঘাতে জড়িয়ে পড়ে এবং ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের পরমাণু স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। প্রায় ১২ দিন ধরে চলা এ সংঘাতের অবসান ঘটে গত ২৪ জুন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়।

এই সর্বশেষ হামলায় যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

DR
আরও পড়ুন