ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ইসলামিক বোর্ডিং স্কুল ভবনের একাংশ ধসে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ জনে। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, রোববার (৫ অক্টোবর) ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে আরও ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাসারনারে অভিযানবিষয়ক পরিচালক ইউধি ব্রামান্তিও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন পর্যন্ত ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৪৫ জন মৃত এবং ১০৪ জন জীবিত।’
দুর্ঘটনাটি ঘটে সোমবার (২৯ সেপ্টেম্বর), যখন শিক্ষার্থীরা দুপুরের জোহরের নামাজের প্রস্তুতি নিচ্ছিল। উদ্ধারকৃতদের মধ্যে কিছু মরদেহ আংশিকভাবে পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানাং সিগিতও মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে বলেন, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৬ জন।
ইউধি ব্রামান্তি বলেন, ‘সব ভুক্তভোগীকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে। মঙ্গলবারের মধ্যে উদ্ধার কাজ শেষ হতে পারে।’
জাতীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান জানিয়েছেন, এখন পর্যন্ত উদ্ধার অভিযান প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই ভবনটি ধসে পড়েছে।
সূত্র: এএফপি
আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো
নেপালে বন্যা ও ভূমিধসে ৪৭ প্রাণহানি, ভারতে ৭