বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বিরোধীরা। আগামী শনিবার (১৭ আগস্ট) এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা ।
গত ২৮ জুলাই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে নিকোলা মাদুরোকে জয়ী ঘোষণা করা হলেও নিজেদের জয়ী দাবি করেন বিরোধীরা। পরে যুক্তরাষ্ট্রও বিরোধীদের জয়ী হওয়ার দাবির প্রতি সমর্থন দেয়। এই দাবির প্রতি সমর্থন চেয়ে রোববার (১২ আগস্ট) দেশটির বিরোধীরা বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোকে দেশটির জাতীয় নির্বাচন পরিষদ (সিএনই) বিজয়ী ঘোষণা করে। ফলে টানা তৃতীয়বারের মতো লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট হন মাদুরো। তবে বিরোধীদের দাবি, মাদুরোর চেয়ে অনেক বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। জনসমক্ষে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফলাফল প্রকাশের দাবিও জানিয়ে আসছেন তারা।
বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, শনিবার (১৭ আগস্ট) তারা ভেনেজুয়েলাসহ সারা বিশ্বের সড়কে নেমে বিক্ষোভ দেখাবেন। মারিয়া বলেন, ‘চলুন, একসঙ্গে আওয়াজ তুলি, যাতে পুরো বিশ্ব আমাদের বিজয়কে সমর্থন করে। সত্য ও জনপ্রিয় সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়।’ অন্যদিকে গঞ্জালেজ উরুতিয়া পৃথকভাবে বলেন, ‘আমরা জিতেছি। ভেনেজুয়েলা জিতেছে। দেখা হচ্ছে ১৭ আগস্ট।’
বিরোধী এ দুই নেতা এক সপ্তাহের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন। মারিয়া সম্প্রতি বলেছিলেন, তিনি তার জীবন নিয়ে শঙ্কায় আছেন। ইতোমধ্যে ভেনেজুয়েলার বিরোধীদলীয় অনেক সদস্যকে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মাদুরোর জয়কে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ। তারা নির্বাচনের ফলাফলে স্বচ্ছতা আনার আহ্বান জানিয়েছে।
